<h5 style="text-align: justify;">মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ নানা বাড়ীতে বেড়াতে এসে রাস্তা পারাপারের সময় মটর সাইকেল দূরর্ঘটনায় ফারিহা খাতুন (৫) নামের এক শিশু কন্যার করু<img class="alignleft size-medium wp-image-43181" src="https://shesherkhobor.com/wp-content/uploads/2022/05/2-Ashim-Modok-Moheshpur-Picture-29-5-2022-209x300.jpg" alt="(2)--Ashim Modok Moheshpur Picture 29--5--2022" width="209" height="300" />ন মৃত্যু হয়েছে। নিহত শিশু ফারিহা খাতুন মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকাল ৪টার দিকে মহেশপুর-চৌগাছা সড়কের বেলেমাঠ নামক স্থানে। শিশু ফারিহা খাতুন শনিবার বিকালে বেলেমাঠ গ্রামের নানা মোতালেবের বাড়ীতে বেড়াতে আসে। পথচারীরা জানান, রোববার বিকাল ৪টার দিকে ফারিহা খাতুন নানা বাড়ীর সামনের রাস্তা পারাপারের সময় একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তার পাশের প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিপা খাতুন তাকে মৃত ঘোষনা করেনন।</h5>