মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের ২কোটি ৬২ লাখ ৯৬ হাজার ৬০০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নাটিমা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার এ বাজেট ঘোষনা করেন।
ইউপি সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাসানুজ্জামান,ইউনিয়ন পরিষদ সচিব আনোয়ার হোসেন,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাষ্টার, সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইউনুচ আলী,ইউপি সদস্য সোহেল রানা,আব্দুল আজিজ,জহুরুল ইসলাম প্রমুখ।