মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল মহেশপুের সরকারী ভাবে খাদ্য গুদামে গতকাল বৃহস্পতিবার সকালে বোরো ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোরো ধান-চাল ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল,খাদ্য গুদাম কর্মকর্তা হাবিবুর রহমান,যাদবপুর ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান,মিল মালিক সমিতির সভাপতি শাহানেওয়াজ খোকন, মিলার মিজানুর রহমান প্রমূখ।
উল্লেখ্যঃ চলতি বোরো মৌসুমে এবার মহেশপুরে ২৭৮৬ মেট্রিকটন ধান ও ১২৪২ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।