মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি।
মহেশপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় তাহের মন্ডল (৭৫),শাহিন শাহ (২২) ও সাগর (১৮) নামের তিন জন মারা গেছে।
এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর মাঠ পাড়ার লালচাঁদ মন্ডলের ছেলে তাহের মন্ডল বাইসাইকেল যোগে বাড়ী ফেরার সময় পুরন্দপুর কাঠাল তলা নামক স্থানে মটর সাইকেলের ধাক্কায় মারা যায়।
অপর দিকে একই দিন সন্ধ্যায় মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর বটতলা মোড়ে দুটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চৌগাছা উপজেলার হাজরা খানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ ও একই গ্রামের বাবর আলীর ছেলে সাগর মারা গেছে।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই হায়াত আলী জানান,মদনপুর বটতলা মোড়ে দুটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই ১জন ও চৌগাছা হাসপাতালে নেওয়ার পর ১জন ও পুরন্দপুর কাঠাল তলায় ১জন মারা গেছে।