মহেশপুর (ঝিনাইদহ) থেকে মো ঃ আজাদ
সেচ্ছায় রক্তদান আলোর পথিকের আহব্বান। জাতি ধর্ম নির্বিশেষে রক্ত সবার লাল,তবু কেনো ব্লাড ব্যাংকে রক্তের আকাল ? রক্ত দিয়ে পেয়েছিলাম প্রানের স্বাধীনতা,কেমন করে ভুলতে পারি রক্ত দানের কথা ? এ শ্লোগান নিয়ে শুক্রবার সকালে সেচ্ছাসেবী সংগঠন আলোর পথিকের এক বনাঢ্য র্যালী বের করা হয়। ৮ম বর্ষে প্রর্দাপণ উপলক্ষে সকালে ঝিনাইদহের মহেশপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে এক বনাঢ্য র্যালী বের করা হয়। বনাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর সভার মেয়র আব্দুর রশিদ খাঁন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন পরাগ,মিরাজ হোসেন, মনিরুল ইসলাম মনি, মাসুম বিল্লাসহ সেচ্ছাসেবী সংগঠন আলোর পথিকের দুই শতাধিক সদস্য বিন্দ।
আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।