নিজস্ব সংবাদদাতা :
যশোরে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেড এই কর্মশালার আয়োজন করে। যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের ৯৬ জন সাংবাদিক প্রশিক্ষনে অংশ নেন।
শুক্রবার সকাল ১১টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চিফ কো-অর্ডিনেটর নাসির পাঠান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যশোরের সমন্বয়কারী ও প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য শিকদার খালিদ।
উদ্বোধনের পর প্রশিক্ষণ পর্বে সাংবাদিকতা, সাংবাদিক ও সংবাদ বিষয়ের উপর প্রশিক্ষণ দেন জ্যেষ্ঠ সাংবাদিক রনজক রিজভী।
চা-চক্রের পর সংবাদ সূচনা, কৌশল ও অবয়ব নিয়ে আলোচনা করেন তিনি। দুপুরের খাবারের পর টেলিভিশন সাংবাদিকতা ও সংবাদ কাঠামো, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ ও স্ক্রিপ্ট ও অনলাইন জার্নালজিমের উপর আলোচনা হয়। প্রশিক্ষণ পর্ব শেষে সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সার্টিফিকেটসহ টি-শার্ট ও ক্যাপ উপহার দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান।