বিশেষ প্রতিনিধি ঃ
কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় প্রতিযোগিতা শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলার ৮ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। ২২ টি ইভেন্টে ৩৫২ জন শিক্ষার্থী দিনব্যাপী এই খেলায় অংশ নেয়।
অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, জালালপুর দাখিল মাদ্রাসা, টি.আই.সি মাধ্যমিক বিদ্যালয়, বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়, কুশনা মাধ্যমিক বিদ্যালয়, তালসার মাধ্যমিক বিদ্যালয় ও হরিন্দিয়া দালিখ মাদ্রাসা।
এ্যাথলেটিক্স ও ক্রীড়া প্রতিযোগিতার এই আসর শুরু হয় সকাল ১০ টায়। প্রথমে মেয়েদের ১০০ মিটার দৌড় দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। একে একে চলে নানা প্রতিযোগিতা। শেষ হয় ছেলেদের উচ্চ লাফ এর মাধ্যমে। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা গোলক মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রতন মিয়া, স্কাউট এর জেলা সম্পাদক মুহাঃ আবু বকর ছিদ্দীক, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আক্তার জাহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহসানুজ্জামান বাদল সহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস.এম টিপু। খেলায় পিঠে হাত বাঁধা, এক পাঁয়ে লড়াই করে হরিন্দিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মারুফ হোসেন প্রথম হয়। উচ্চলাফ লাফিয়ে জয়ী হয়েছে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের রাতুল হাসান। আর বালিশ চেলে জয় পেয়েছে শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের বর্ণালী বিশ^াস। এভাবে প্রতিটি ইভেন্টে ৩ জন করে জয়ী হয়েছে। শেষে তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি দেলোয়ার হোসেন তার বক্তৃতায় বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীর গঠনে ভুমিকা রাখে। এ জাতীয় খেলাধুলার আয়োজন হলে বাচ্চারা আনন্দ পায়। পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।