আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির আয়োজনে নশিপুরের বাগবাড়ী জিয়াবাড়ী চত্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলা যুবদলের উদ্যোগে এতিমদের উন্নতমানের খাবার বিতরন করা হয়। অন্যদিকে, দিনব্যাপী উপজেলা ছাত্রদলের উদ্যোগে কোরানখানী, রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন এবং এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরন করা হয়েছে। অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে পবিত্র কোরান শরিফ রিবতন’সহ নানা কর্মসূচীর মধ্যেদিয়ে পৃথকপৃথক ভাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন পালিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন থানা আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, মমিনুল হাসান মমিন, প্রভাষক নজমুল হোসেন, এমআর ইসলাম রিপন, জোবাইদুর রহমান গামা, অধ্যাপক মফিদুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, আবু আছাদ, হিলু, তালেব, একা, নজরুল ইসলাম বজলু, শাহীন, কুদ্দুস, মজিবর, মিঠু, থানা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ হারুন, যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার রায়, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু, সোহেল মন্ডল, নিহাদ আনোয়ার বাদল, উজ্জল হোসেন, পৌর স্বেচছাসেবকদলের আহবায়ক পবন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সাধারন সম্পাদক এসএম রাঙ্গা, যুবদল নেতা রব, শাহীন, লুৎফর, বাবুল, স্বপন, আনজু, পোটল, মমিন, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারন সম্পাদক রাহাদ রহমান তাসকিন, ছাত্রদল নেতা মোস্তাফিজার রহমান মোস্তা, নাজমুল আহসান ডিটল, রিমন বাবু, নোমান বাবু, আশিক, হাসান, মাছুম, রঞ্জু, নাছির, স্মরন, রবিউল, রকি, লতিফ, সজিব, দোয়েল, মানিক, সনি, বুলেট, মহব্বত, তাহের, ইস্তি’সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়াও বাগবাড়ী বন্দরে উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মোনাজাত শেষে খাবার বিতরন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৩৬ সালে ১৯ জানুয়ারী বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।