বিশেষ প্রতিবেদক, ঝিনাইদহ ॥
দুপুর সাড়ে ৩ টায় রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে বল গড়াই জালালপুর স্কুল মাঠে। আগে থেকেই মাঠে প্রস্তুত ছিল দুইটি শক্তিশালী দল। একদিকে কোটচাঁদপুর সাহস সেবা সংঘ, অন্যদিকে অস্তালি যুব সংঘ। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলে ফুটবলের এই তুমুল লড়াই। শেষ পর্যন্ত সেবা সংঘ ৪-০ গোলে অস্তালি যুব সংঘকে পরাজিত করে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
খেলার প্রথমার্ধে দুইটি গোল পেয়ে সেবা সংঘ এগিয়ে থাকে। প্রতিপক্ষ যুব সংঘ গোল পরিশোধে মরিয়া ছিল। তবে তারা গোলের দেখা পায়নি। প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনে উপভোগ্য হয়ে ওঠে খেলা। প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় সেবা সংঘের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিন্টু ১ গোল করে দলকে এগিয়ে নেন। এরাপর ১৫ মিনিটের মাথায় ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াগ জনি আরেকটি গোল করেন। বিরতি শেষে খেলা শুরুর পর থেকেই দু’দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তারপরও দ্বিতীয়ার্ধের ৪ মিনিট ও ২৭ মিনিটে আরো দুইটি গোল করেন সেবা সংঘের অধিনায়ক সোহেল রানা। একে একে ৪ টি গোল করে সেবা সংঘের খেলোয়াড়রা, বিপরীতে যুব সংঘের খেলোয়াড়রা কোনো গোল পায়নি। এভাবে ৪-০ গোলে শেষ হয় অঞ্চলিক ফুটবল টুর্ণামেন্ট। খেলাটি পরিচালনা করেন রেফারি বাদল, তাকে সহায়তা করেন সাকিব ও সুজিত। অসংখ্য দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
মোট ৮ দলের সমন্বয়ে অনুষ্ঠিত এই টুণামেন্ট শুরু হয় নভেম্বরে। ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরন করেন কুশনা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাহারুজ্জামান সবুজ। আরো উপস্থিত ছিলেন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসানুজ্জামান বাদল প্রমূখ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কোটচাঁদপুর সাহস সেবা সংঘের সোহেল রানা।