নিজস্ব প্রতিবেদক,মহেশপুর ঃ
অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা নারী–শিশুসহ ১৪ জনকে আটক করেছে। আটক কৃতদের মধ্যে ১জন নারী,২জন শিশু ও ১১জন পুরুষ রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মঙ্গলবার সকালে যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা কানাইডাঙ্গা গ্রামের রাস্তা থেকে ঢাকার কেরানীগঞ্জ এলাকার পৎকোজ বর্মন (৪০),নড়াইল জেলার লোহাগড়া এলাকার নুরুল ইসলাম (৫২),কালিয়া এলাকার হাসানুর শরীফ (১৮),মামুন কাজি (২৭),ফেনী জেলার কুলবাড়ীয়া গ্রামের লিটন চন্দ্র দাস (৪৭),কৃষ্ণ ধন দাস (৪১),খুলনা জেলার হরিণটানা এলাকার সাব্বির হাওলাদার (২১),কামাল খা (৩১),আব্দুর রাজ্জাক আকন (৩০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া এলাকার সজিব বিশ্বাস (২২),কুষ্টিয়ার দৌলদপুর এলাকার রাসেল মন্ডল (২৫), তার স্ত্রী সানজিদা খাতুন (২৩), মেয়ে আনিশা খাতুন (১০),ছেলে শফিক শেখ (৫) ও দালাল মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের আসাদুল ইসলাম আশাকে (২৭) আটক করে।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলেও জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।