ডেস্ক রিপোর্ট: যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
শনিবার সকাল সাড়ে দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তার নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার এ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন ৩২ জন। এর মধ্যে সাবেক ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ নেতা মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়।
আগামী ৭ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।