লেবানন থেকে ইসরায়েলে দুটি রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। জবাবে ইসরায়েলি বাহিনী আর্টিলারি ফায়ার নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ পরামর্শ দিয়েছেন যে, এই ঘটনাটি দীর্ঘকাল ধরে চলমান লেবানিজ প্রশাসনের সমস্যার সঙ্গে দোলাচলে জড়িত থাকতে পারে।
বাহিনী জানিয়েছে, একটি রকেটকে ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এবং অন্যটি খোলা জায়গায় এসে পড়েছে।
লেবানিজ সেনাবাহিনী জানিয়েছে, ওয়াদি হামোল এলাকায় আর্টিলারি ফায়ার নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। তবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।