মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা।
মহেশপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।গত জুন মাসের ৩০দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল সহ মহেশপুরে ১৭৩জন করোণায় আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ডাঃ হাসিবুর সাত্তার জানান, জুন মাসের শেষ দিনে ৩৩জনের নমূনা পরীক্ষা করা হয়,এর মধ্যে ৯জনের রিপোর্ট পজেটিভ এবং ১জন মৃত্যুবরণ করেন।তিনি আরো জানান,জুন মাসের ৩০দিনে ৪২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় করোনায় আক্রান্ত ১৭৩জনের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসীর ধারনা চোরাচালালী,মানব পাচারকারী দালাল,অবৈধ্য ভাবে ভারত-বাংলাদেশ যাতায়াতকারীদের কারনে মহেশপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ত্রান ও পূনর্বাসন বিভাগ সূত্রে জানাগেছে,গত ৩০দিনে বিজিবি কর্তৃক আটক অবৈধ্য ভাবে ভারত হতে আসা শিশু সহ ৩৭৫ জন নারী পূরুষকে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে মহেশপুর মহিলা ডিগ্রী কলেজে ১৪দিন করে কোয়ারেন্টনে রাখা হয়।