নিজস্ব প্রতিবেদক,মহেশপুর ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ নন এমপিও এবং কিল্ডার গাটেন শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষতিগ্রস্থ নন এমপিও এবং কিল্ডার গাটেন শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
চেক বিতরণ অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,হাসিনা খাতুন হেনা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা প্রমুখ।
অনুষ্ঠানে মহেশপুরের ২০০ নন এমপিও এবং কিল্ডার গাটেন শিক্ষক-কর্মচারীদের প্রত্যককে ৫ হাজার টাকার চেক প্রদান করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
এর পুর্বে সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
সভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার,থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।