মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা।
উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে মহেশপুরে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের স্মরনে আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সাংসদ শফিকুল আজম খাঁন চঞ্চল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শেখ নিজামউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,ভারপ্রাপ্ত পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কুন্ডু, সাধারন সম্পাদক এমদাদুল হক বুলু,ইউপি চেয়ার চেয়ারম্যান সামছুল হক প্রমূখ।