সিলেটের দক্ষিণ সুরমার শিশু নাঈম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী মামলার রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে মো. ইসমাইল আলী (২২), একই এলাকার ইছহাক আলীর ছেলে মো. মিঠুন মিয়া (২০), কুয়ারপাড় ভাঙ্গাটিকর এলাকার ১৫ নম্বর বাসার বাসিন্দা আবুল হোসেনের ছেলে জুনায়েদ হোসেন ওরফে জুনেদ হোসেন ও এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ ভার্থখলা ডি ব্লকের রুবেলের ছেলে বিপ্লব ওরফে বিপলু (১৮)।
এছাড়া মামলার রায়ে অপর অভিযুক্ত পুরান তেতলী গ্রামের মো. ইছহাক মিয়া ওরফে ইছহাক আলীর ছেলে রুবেল মিয়াকে (১৮) খালাস দেওয়া হয়েছে।
এই হত্যা মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. আব্দুল মালেক এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১৪ আগস্ট তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় পথে দক্ষিণ সুরমার লিটল স্টার কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র মোজাম্মেল হক নাঈমকে অপহরণ করে দুষ্কৃতিকারীরা। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে ইসমাইল ও মিঠুন নামের দুজনকে ধরে গণধোলাই দিলে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে একটি জঙ্গল থেকে নাঈমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নাঈমকে অপহরণ করা হয়েছিল বলে স্বীকার করে ওই দু’জন। এরপর খুনিরা টাকা না পেয়ে তাকে হত্যা করেছে বলে জানায়।
ঘটনার ৬ দিন পর ২০১১ সালের ২০ আগস্ট নাঈমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।
একই বছরের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার এসআই মো. হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট জমা দেন।অভিযুক্তদের মধ্যে ইসমাইল ও মিঠুন হত্যকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল। বাসস