ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে হেলিকপ্টারে করে তার গ্রামের বাড়ি ফেনীর পশুরামে নিয়ে গেছে র্যাব। রবিবার সন্ধার পর তাকে নিয়ে যাওয়া হয়। তবে কি কারণে তাকে ফেনীতে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আপাতত কিছু জানা যায়নি।
এর আগে রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র্যাব।
এছাড়া শান্তিনগরে শেলটেক টাওয়ারের পঞ্চম তলায় এবং মহখালী ডিওএইচএসের ২৯ নম্বর সড়কে সম্রাটের দুটি বাসায় অভিযান চালানো হয় বলেনও জানান র্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান।
এ সময় সম্রাটেরদ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী গণমাধ্যমকে জানান, সম্রাট সফট মাইন্ডের লোক। তার কাছে অস্ত্র থাকতে পারে না। আর রাজধানীতে বিদেশি স্টাইলের এতো ক্যাসিনো ছিল সেটা তো আমি জানতামই না।