ডেস্ক রিপোর্ট ঃ
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হায়দার আলি তোতার বাড়ি থেকে নয় জুয়াড়িসহ টাকা ও জুয়ার সরঞ্জাম আটক করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সাতক্ষীরা শহরের মুনজিদপুর এলাকায় তার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোলের শরীফুল ইসলাম, কলারোয়ার শাহীন হোসেন ও আলাউদ্দিন সরদার, মধ্য কাটিয়ার আব্দুর রাজ্জাক ও গোলাম রব্বানী, লস্করপাড়ার মাহমুদুল হক, পুরাতন সাতক্ষীরার কামরুজ্জামান, আশাশুনির সাইফুল ইসলাম, কালিগঞ্জের জালাল সরদার।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশের নেতৃতে শহরের মুনজিতপুর এলাকায় আ’লীগ নেতা হায়দার আলি তোতার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকা কয়েক কার্টুন তাস, গোলাকার টেবিল এবং খাতাপত্র জব্দ করা হয়েছে। তবে আরো কয়েকজন জুয়াড়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।