প্রেস বিজ্ঞপ্তি ঃ
গত ১০ সেপ্টেম্বর ১টায় খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের’ জুলুলী বিওপির টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের নদীরপাড় হতে বাংলাদেশী নাগরিক মোঃ মিন্টু হোসেন জোয়ারদার (২৮) আটক করে।আটককৃত ব্যাক্তির বাড়ী ঝিনাইদহ সদর -থানার গোয়ালপড়া গ্রামে।আটকের সময় তার নিকট হতে বাংলাদেশী নগদ ১০,০০০/- টাকা, দুবাই ভিসার কাগজপত্র, দুবাই গোল্ড কার্ড ০১টি, দুবাই ইসলামী ব্যাংকের ভিসা কার্ড ০১টি, ডিসকাউন্ট বাস কার্ড ০১টি, ভারত-দুবাই বিমান টিকিট-০১টি এবং ০১টি আরব-আমিরাত আইডি কার্ড জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২০১৪ সালে অবৈধভাবে ভারতে গমন করে। সেখানে দালালের সহায়তায় নাম পরিবর্তন করে স্বপন ডালী ওরফে প্রফল্ল ডালী নামে পাসপোর্ট গ্রহণ করে ভারতের নাগরিক হিসেবে ভারত হতে দুবাই চাকুরীর করার জন্য গমন করেছে। আটকের কয়েক দিন পূর্বে সে ছুটিতে দুবাই হতে ভারত আসে এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরবর্তীতে অবৈধভাবে পুনরায় ভারতে গমনকালে বিজিবি কর্তৃক আটক হয়। অভিযুক্ত ব্যক্তিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।