মহেশপুর(ঝিনাইদহ) থেকে অসীম মোদক :
ঝিনাইদহের মহেশপুর সরকারী
মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বুধবার দুপুরে জাতীয় স্কুল মাদ্রাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও সামন্তা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ০১ গোলে সামন্তা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান,ক্রীড়া শিক্ষক শাহারিয়ার আলম টিপু প্রমূখ।















