মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা:
দুর্নীতি দনম কমিশনের আর্থিক সহযোগীতায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।
৯ সেপ্টেম্বর ১১টায় দুর্নীতি দমন কমিশনের যশোর অঞ্চলের উপ পরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাত ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন। এ উপলক্ষে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উদ্বোধণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহেশপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার এর সভাপতিত্বে সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাজমুচ্ছায়াদাত,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক, মহেশপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক কল্যান সমিতির সভাপতি আবুল হোসেন লিটন, এস আই আনিচুজ্জামান, শ্রীনাথপুর বিজিবি কোম্পানী কমান্ডার এস এম কামরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম, আ’লীগ নেতা জামিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রখুম।
বক্তারা বলেন দুর্নীতি দমন কমিশনের আর্থিক সহযোগীতায় প্রতিষ্ঠিত সততা স্টোরে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা উপকরন ও শুকনো খাবার রাখা হবে।বিক্রেতা বিহীন্ স্টোরের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে সততার প্রাকটিজ গড়ে উঠবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রায় ৯শ ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন।একই দিন বিকালে নেপা ইউপির বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সততা স্টোরের শুভ উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আলী মুর্তজা সহ সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আবুল হোসেন লিটন
01711-245104