মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনা সময় বিএনপি-জামায়াতের হাতে আহতদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেতে ২১ জনকে ৯ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল নিজ অফিসে ২১ জনের মধ্যে ৯ লাখ টাকার চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুল আলম চৌধুরী মুকুল,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দিন আহাম্মেদ,আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মন্টু মিয়া,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ফজলু মেম্বার, ইউপি সদস্য আব্দুল মিয়া প্রমুখ।