প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক রিরোধী অভিযান পরিচালনা করে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ গয়েশপুর বিওপি ০১ সেপ্টেম্বর চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর মাঠের কলা বাগানের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল ফেন্সিডিল, লড়াইঘাট বিওপি ৩১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া মাঠের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় ০৯ বোতল মদ এবং ধোপাখালী বিওপি গত ৩১ আগস্ট চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মাঠের আম বাগানের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সর্বমোট মূল্য ৫১,৯০০/- (একান্ন হাজার নয়শত) টাকা মাত্র।