মিঠুন সরকার, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত ঝিকরগাছা উপজেলার ৪০ জন রোগী এবং মনিরামপুর উপজেলা থেকে ভর্তিকৃত ১৬ জন সহ সর্বমোট ৬০ জন রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর, চলমান চিকিৎসা ব্যবস্থা এবং এ রোগের মহামারী ঠেকাতে করণীয় সম্পর্কে কর্তব্যরত ডাক্তারদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ডাঃ মোঃ নাসির উদ্দিন।
সকাল ১০ টার সময় ঘন্টাব্যাপী এক জরুরি সভায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত সকল কর্মকর্তা কর্মচারীদের ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা ও করণীয় সম্পর্কে জানান ডাঃ নাসির উদ্দিন।
দুপুর ১২ টায় গদখালী ইউনিয়ন পরিষদ চত্বরে মশা নির্মূল,ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ নং গদখালী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ডাঃ মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ- সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি মজুমদার, ঝিকরগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধন কুমার বিশ্বাস, ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক মোঃ ইমরান রশিদ,সাংবাদিক মিঠুন সরকার সহ ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ডেঙ্গু বিষয়ে জানতে আগ্রহী উৎসুক জনতা।