মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতাঃ
মহেশপুরে পৌর সভার মেয়র ২০১৯-২০২০অর্থ বছরের বাজেট ঘোষনা করেছেন।
গত রোববার সকাল ১১টায় মহেশপুর পৌর সভার সভা কক্ষে সাংবাদিক , কাউন্সিলর,পৌর কর্মকর্তা কর্মচারী ও সূধীজনদের উপস্থিতিতে মেয়র আব্দুর রশিদ খাঁন ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য বাইশ কোটি তেত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার সাতশত দুই টাকার বাজেট ঘোষনা করেন।বাজেটে বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে ২২কোটি ৩৩লাখ ৩৪হাজার৭০২টাকা ও একই পরিমান টাকা ব্যয় ধরা হয়েছে।