বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বেলা ১১টা পর্যন্ত ১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে ৩০টি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। শহরে উপস্থিতি কম হলেও তুলনামূলক গ্রামে বেশি উপস্থিতি রয়েছে।
এদিকে বগুড়ার ১৪১টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গ্রহণ চলছে। ভোট দেয়ার আগে সাধারণ মানুষ যত জটিল বিষয় মনে করে ছিলো ভোট দেয়ার পরে তারা বলছে, এত সহজে ভোট দেয়া যায় তা ভাবাই যায়নি। ইভিএম মেশিনে ভোট দিতে পেরে তারা খুশি।
বেশ কয়েকটি ভোট কেন্দ্রের বাইরে দেখা গেছে, নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীকের সমর্থকরা পাশাপাশি টেবিল চেয়ারে বসে ভোটারদের নম্বর স্লিপ দিচ্ছেন। নিজেদের মধ্যে হাসি ঠাট্টাও করছেন । তবে ভোটার উপস্থিতির হার খুবই কম।
বগুড়া জিলা স্কুল কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আলহাজ্ব তোফাজ্জল হোসেন বলেন, ইভিএমে ভোট দিতে কোনো অসুবিধা হয়নি। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল হোসেন জানালেন, তার কেন্দ্রে ১৯৭৭ জন ভোটারের মধ্যে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৯৭ টি । ১১টায় শহরতলীর ধরমপুরের সরকারি প্রাথমিক কেন্দ্রের প্রিজাইডিং আফিসার সাজ্জাদ হোসেন জানালেন, তার কেন্দ্রের ৩৪শ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৬ জন। অনেক ভোটাররা খবর নিচ্ছেন ভোটের পরিবেশ শান্তিপূর্ণ আছে কিনা । পরিবেশ ভালো থাকলে তারা ভোট দিতে বের হবেন। সুত্রাপুরের গৃহবধূ আরেফাতুল জান্নাত জানালেন, তিনি খবর পেয়েছেন পরিবেশ ভালো তাই দুপুরের পর ভোট কেন্দ্রে যাবেন।সকাল সোয়া নয়টায় বগুড়া জিলা স্কুল ভোট কেন্দ্রে সদর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা ভোট প্রদান করেন।
নির্বাচনী এলাকায় সকাল থেকেই র্যা ব, বিজিবির টহল চলছে। বেলা সোয়া ১১টায় বগুড়ার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ জানালেন , পরিস্থিতি সম্পুর্ণ স্বাভাবিক কোথাও কোনো গোলযোগের অভিযোগ পাওয়া যায়নি ।