সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস মৌলভীবাজারে কুলাউড়ায় কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২৫০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
রোববার রাত পৌনে রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রেনটির কয়েকটি বগি ছিটকে নিচে পড়ে গিয়ে অনেকে হতাহত হন।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এই দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুলাউড়ার সাবেক পৌর মেয়রের ভাই আব্দুল বারির স্ত্রী বলে জানা গেছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি বলেন, চারটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের শাহবাজপুরে বেইলি ব্রিজ স্থাপনের কাজ চলায় ঢাকা-সিলেট বাস চলাচল কার্যত বন্ধ রয়েছে। ফলে ট্রেনের উপর চাপ এখন বেশি।অতিরিক্ত যাত্রীর কারণেই ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয় বলে ওই ট্রেনটির যাত্রীদের ধারণা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম এবং শমসের নগরের স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।