মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পল্লীতে বজ্রপাতে এক কৃষকের ১১একর মৎস্য ঘেরের মাছ মারা গেছে।
ঘেরের মালিক মৎস্য চাষী মহেশপুর উপজেলার পাকরাইল গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র দীন মোহাম্মদ জানান ব্যাংক থেকে লোন নিয়ে ১১একর জমিতে বিভিন্ন জাতের মাছের চাষ করে ছিলাম। এ পর্যন্ত ১১ একর জলাসয়ে ৮ লক্ষ টাকা খরচ হয়েছে। এ থেকে ১২টন মাছ উৎপাদন হতো যার আনুমানিক মুল্য ৩৫লক্ষ টাকা । ঈদের দিন বিকাল ৪টার সময় ঘেরে বজ্রপাত হয়। বজ্রপাতের কারণে ঔদিনই সন্ধা ৬টা থেকে মাছ মরে ভাসতে শুরু করে । পরের দিন সকাল পর্যন্ত ১২০মন মাছ মরে ভেসে উঠে। মাছ মারা যাওয়াই ঘের মালিকের আনুমানিক ৩৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
মহেশপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করে মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি।ভিসেরা রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে। তিনি মাছ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।