এম.পলাশ শরীফ, বাগেরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজারে ভ্রাম্যমান আদালতের এক বিশেষ অভিযানে মোট ১২হাজার টাকা নগদ জরিমানা আদায় করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায় (২১ এপ্রিল) ফকিরহাট উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহানাজ পারভীন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীলের যৌথ অভিযান চালিয়ে নিয়ামুল ষ্টোরে চিংড়িতে পুশ করা অবৈধ জেলী ,নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের জন্য ১০হাজার, মাছ বাজারে ঝাটকা ইলিশ বিক্রয়ের জন্য ২ হাজার টাকা জরিমানা করেন। এবং ফকিরহাট বাজারের রাস্তার দুই পাশে ফুটপাত দখল মুক্ত রাখার জন্য উক্ত বাজারের সাধারন সম্পাদক খান হারুন রশীদকে দ্রত ব্যবস্থা নেওয়ার নির্দেশদেন। পরবর্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়ামুল ষ্টোরের জব্দকৃত জেলী ও পলিথিন পুরিয়ে নষ্ট করা করেন। মাছ ব্যবসায়ী রেজাউলের কাছ থেকে জব্দকৃত ঝাটকা ইলিশ সরকারি শিশুসদন ও ফকিরহাট মাদ্রাসায় এতিমদের জন্য তাৎক্ষনিক দিয়ে দেওয়া হয়। এবিষয়ে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশের কাছে বাজারের বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন উপজেলার গত মিটিংয়ে বেশ আলোচনা হয়েছে তারই সুফল পেতে শুরু করেছে এ উপজেলার মানুষ। এ উপজেলার হাট বাজার রাস্তাঘাট পরিছন্ন রাখতে আমার অঙ্গিকার বদ্ধ। তিনি বলেন দক্ষিনবঙ্গের চিংড়ি শিল্পকে নষ্ট হতে দেওয়া যাবেনা এই অপদ্রব্য যাতে করে আর বিক্রি না হয় উপজেলা পরিষদ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সার্বিক সহায়তা করেন মডেল থানার এস আই ইমাদুল সহ পুলিশের একটি দল।