স্টাফ রিপোর্টার,মহেশপুরঃ ঝিনাইদহের মহেশপুরে ১৫৯৪জন কৃষকের মাঝে আউশ প্রনোদনা সার বীজ বিতারণ করা হয়েছে।
শনিবার সকালে মহেশপুর কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৫৯৪জন কৃষকের মাঝে সারবীজ বিতারণ করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে সারবীজ বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বীদ আবু তালহা ,সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী,প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ ফজলুল কবির ,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, মহেশপুর সোনালী ব্যাংকের ম্যানেজার হুমায়ন কবির ,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেন , কৃষি সম্প্রসারণ অফিসার অমিত বাকচি ও কৃষক আব্দুল মমিন প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক কৃষক কে ৫ কেজি বীজ, ১৫কেজি ডি এ পি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।