স্টাফ রিপোর্টার,মহেশপুরঃ
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে মহেশপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হবে।
সভায় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল সহ প্রশাসনের জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত থাকবেন মর্মে শহরে মাইকিং করা হচ্ছে।
অথচ মহেশপুরে কর্মরত দেনিক ইনকিলাবের আবুল হোসেন লিটন, মানবজমিন ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার সরোয়ার হোসন,নবচিত্র ও নয়াদিগন্তের আব্দুস সেলিম ,দৈনিক জনতা ও দৈনিক খবর পত্রিকার বিএম ওয়াদুদ,দৈনিক দিনকালের ওবাইদুল হক,বাংলা টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান,স্পন্দন ও আজকালের খবরের অসিম মোদক দৈনিক সমাজের কথার আব্দুর রহিম, দৈনিক আমার সংবাদদের জাহাঙ্গীর আলম, সিএনএন বাংলা টিভির আজাদ বিশ্বাস,বাংলাদেশ টুডে’র আব্দুস সামাদ,দৈনিক সংবাদ প্রতিদিনের বাবর আলী দৈনিক লোক সমাজ ও প্রতিদিনের কথা’র আব্দুল কাদের দৈনিক সমাজের কাগজের আব্দুল মালেক. দৈনিক চুয়াডাঙ্গার জাহাঙ্গীর হোসেন, দৈনিক জন্মভূমি’র খায়রুজ জামান, আনন্দ টিভি’র জাকির হোসেন, চ্যানেল এস এর মোস্তাফিজুর রহমান উজ্জল, নতুন সময় টিভি’র সাব্বির হোসেন, এস টিভি বাংলা’র আশিকুর রহমান, নবচিত্র পত্রিকার শহিদুল ইসলাম, দৈনিক সমাচার পত্রিকার সেলিম রেজা , পল্লি টিভি বাংলার সোহেল রানা, কে টিভি বাংলার সাইদুর রহমান, এস বি সি টিভি’র মশিয়ার রহমান, সহ আরো অনেক সাংবাদিক কে আয়োজক প্রতিষ্ঠান মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়নি।
উপজেলা নির্বাহি কর্মকর্তা শাশ্বতী শীল জানান, এ ব্যাপারে আমি কিছুই জানি না জেলা মাদকদ্রব অধিদপ্তরের পক্ষ থেকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য একজন এসেছিলো, তার সাথে মহেশপুরের একজন এনজিও কর্মি ছিলেন।