রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে পাশের ভবনে থাকা রেডিও টুডে ও দুরন্ত টিভির সম্প্রচার বন্ধ রয়েছে। এ ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শ্রীলংকার এক নাগরিক রয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২ তলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার কারণে পাশের ভবনে থাকা রেডিও টুডের সম্প্রচার বন্ধ রয়েছে। এছাড়া দুরন্ত টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, বনানী অগ্নিকাণ্ডের কারণে দুরন্ত টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা দ্রুত সম্প্রচারে ফিরে আসব।