মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতাঃ ঝিনাইদহ-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল কে মহেশপুরে কর্মরত সাংবাদিক কল্যাণ সংস্থা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার রাতে মহেশপুর সাংবাদিক কল্যাণ সংস্থার কার্যালয়ে এ সংবর্ধনার অয়োজন করা হয়।
সাংবাদিক আবুল হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল ।
তিনি বলেন দল মত নির্বিশেষে দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।আপনাদের ভাল লেখনি দ্বারা এ জনপদের উন্নয়ন হবে বলে আমার বিশ্বাস আছে।তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন অপরাধীর ছবি আপনারা পত্রিকার পাতায় ছাপাবেন। কিন্তু যিনি ক্ষতি গ্রস্থ তার ছবি ছাপাবেন না।তিনি বলেন মাদক, ভূমিদস্যু ,জঙ্গী এদের সাথে কোন আপোস নেই। নবনির্বাচিত সংসদ সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে বলেন মহেশপুরের কোদলা নামক একটি নদী আছে যেটা সরকারের ১নং ক্ষতিয়ান ভুক্ত কিন্তু সেই কোদলা কিভাবে বে দখল হয়ে সব পুকুর হয়ে গেল এ বিষয়ে আপনাদের ভূমিকা নিতে হবে। যতবড় প্রভাব শালী ব্যক্তি দখল করে নিক না কেন সে যদি আমার দলের কোন লোকও হয় তাও আমার পক্ষ থেকে কোন সহনুভূতি থাকবে না। মানুষ মাত্রই ভুল করে আমারও চলার পথে ভুল হতে পারে, আমাকে ভুল ধরিয়ে দিলে আমি খুশি হবো।
সাংবাদিকদের উদ্দ্যেশে তিনি বলেন সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বুদ্ধিজীবি তাই তাদের সাটিফিকেট থাকা উচিত। এ ব্যাপারে সম্পাদকদের দৃষ্টি দেওয়া উচিত । কেই লেখাপড়া জানে না তারপরও তাকে সাংবাদিককতার কার্ড ধরিয়ে দেওয়া হয়।যার পেক্ষিতে সাংবাদিকদের বদনাম হয়।
মহেশপুরের একটি পত্রিকার নাম উল্লেখ করে তিনি বলেন তার কাজ কি এবং তিনি কি করেন তা আপনাদের জানা দরকার ।এ জন্য সাংবাদিক নেতাদের ভূমিকা রাখতে হবে।
এছাড়া বক্তব্য রাখেন নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার মহেশপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সেলিম ,সহ সম্পাদক আব্দুল কাদের , কোষাধাক্ষ শরিফুল ইসলাম, নির্বাহি সদস্য হাসেম আলী পাঠান, সাংবাদিক আক্তারুজ জামান প্রমুখ।
আবুল হোসেন লিটন
০১৭১১২৪৫১০৪