ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সকাল ৯টায় স্কুল এ যাবার পথে ও স্কুল থেকে বাড়ি ফেরার পথেপৃথক ঘটনায় দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।
ইজিবাইকের ধাক্কায় ববিতা রাণী (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ সড়কে জরমনদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।ববিতা রাণী উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের স্বপন কুমারের মেয়ে। সে জমরনদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রি।
দহবন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুকুল মিয়া জানান, দুপুরে ছুটির পর বাড়ি ফেরার জন্য শিশুটি স্কুলের সামনে সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ সড়কে উঠে। এসময় শোভাগঞ্জগামী একটি ইজিবাইক ববিতাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বিক্ষুদ্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী ঘটনাস্থলে এসে তাদের শান্ত করলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুদ্ধরা।
এর আগে বুধবার সকাল ৯ টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে সুমি আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রির মৃত্যু হয়।নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী জানান, নিহত দুই স্কুলছাত্রীর পরিবারকে দশ হাজার করে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।