মিঠাপুকুর ( রংপুর)প্রতিনিধিÑ সারাদেশের ন্যায় মিঠাপুকুরে ও উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপ অনুষ্ঠিত হবে আগামী ২৪শে মার্চ/১৯ প্রার্থীদের প্রচার প্রচারনা, মাইকিং, পোষ্টার লাগানো মিটিং, মিছিলে ব্যস্ত সময় পার করছেন। মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৩জন। ১নং আওয়ামীলীগের প্রার্থী ও মিঠাপুকুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরকার, মার্কা-নৌকা, ২। স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি থেকে উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মন্ডল, মার্কা- মটর সাইকেল, ৩। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শঠিবাড়ী ডিগ্রী কলেজের, অধ্যক্ষ মোঃ মেসবাহুর রহমান (মঞ্জু) মার্কা আনারস। ভাইচ চেয়ারম্যান পদে ২ জন। ১। নিরঞ্জন মহন্ত, মার্কা (তালা), ২। স¤্রাট মামুন পাশা (টিউবয়েল)। মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ২ জন, ১। মোছাঃ মওদুদা আখতার দীনা সাবেক উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান, মার্কা প্রজাপতি, ও ২ মোছা: শামীমা আক্তার, মার্কা কলস। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মিঠাপুকুরে মোট ভোটার ৩ লক্ষ ৮৬ হাজার ৪ শত ১৪ জন। পুরুষ ১ লক্ষ ৯০ হাজার ৯৭৬ জন ও মহিলা ১ লক্ষ ৯৫ হাজার ৪৩৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৮ টি।
নির্বাচনকে ঘিরে মিঠাপুকুর উপজেলায় টান টান উওেজনায় বিরাজ করছে। ভোটাররা মনে করেন যেকোন সময় রক্তক্ষর্য়ি সংঘর্ষ হতে পারে।