ঘন কালো অন্ধকারে
তাহারে ডাকে
উঠিছে শশী
দুর্বাঘাসে একটি তারা
পড়িছে খসি
নগ্ন দ্বারে দেখিছে হাসি
বিরাট তারি রাশি
আপন দুঃখে কেমনে বাজে
কালার বাঁশি
মজায় মজিয়া
মিথ্যা ছিনিল রশি
সত্যের হইল ফাসি
দিকে দিকে জ¦লিছে আগুন
মরার খোঁজে উড়িছে শকুন
সততা হারা
শ^শান ধরা
বিবেকের হাতে লৌহ কড়া
হতাশা দেয় সাড়া
ঘাম ঝরিয়ে ফসল ফলায় শান্ত চাষী
অধিকার বলিয়ে ডুকরে মরে
নিঃস্ব মুচি
দুন্দরের মারিছে খচি
বর্বরতার মহা নথি
অবাক সে রুচি
নোনা জলের সুচি