মহেশপুর(ঝিনাইদহ)১৯মার্চ, নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ তাতীলীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তাতীলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, জেলা কৃষকলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সমাজ সেবক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা তাতীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান মন্ডল, মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাফ্ফর হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান আতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম খান পলাশ, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম দোলন, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ,সাংগঠনিক সম্পাদক মামুন হুসিন,পৌর তাতীলীগের সভাপতি আজগর আলী শিকদার,আসাদুল ইসলাম টিপু,ফতেপুর ইউনিয়ন তাতীলীগের সভাপতি মনিরুজ্জামান উজ্জল প্রমুখ।পরে তাতীলীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।এর পুর্বে তাতীলীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে এক বনাঢ্য আনান্দ র্যালী বের করা হয়।