মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলার পেছনে তার দায় রয়েছে বলে যারা প্রচার করছেন তারা সেটি প্রমাণ করতে পারবে না। তার বিরুদ্ধে আনার এ ধরনের অভিযোগ হাস্যকর বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এএফপি, ফক্স নিউজ।
ক্রাইস্টচার্চে হামলাকারী তার ইশতেহারে ডোনাল্ড ট্রাম্পকে ‘শ্বেতাঙ্গদের নতুন পরিচয়ের প্রতীক’ বলে বর্ণনা করেছিলেন। অন্যদিকে হামলার পর এ ঘটনার কঠোর নিন্দা করেননি ট্রাম্প। তাই সমালোচনা মুখর হয়েছে মার্কিন ও বিশ্ব মিডিয়া।
ট্রাম্প বলেন, ‘ভুয়া গণমাধ্যমগুলো নিউজিল্যান্ডে ভয়াবহ হামলার জন্য আমাকে দায়ী করছে। কিন্তু এটি প্রমাণ করতে হলে তাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হবে।এটা হাস্যকর।’
ক্রাইস্টচার্চ হামলার পর শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা বড় কোন হুমকি নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার ভাষায়, ‘এরা খুবই ছোট একটি গোষ্ঠী।’তবে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা প্রধান কিরস্টজেন নিয়েলসন শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের ‘স্থানীয় সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন। তাদের ইসলামপন্থী জঙ্গিদের সঙ্গেও তুলনা করেন তিনি।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ বর্ণবাদীরা সমাবেশ করেছিলো। ট্রাম্প সেবার তাদের পক্ষ নিয়েছিলেন।
ডেমোক্রাট নেতা কির্স্ট গিলিব্রান্ড বলেন, ‘ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের সমর্থন দিয়েছেন এবং শক্তি বৃদ্ধি করেছেন। সন্ত্রাসীদের এভাবে সমর্থন দেয়া অস্বাভাবিক।’
তবে ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নন বলে দাবি করেছে হোয়াইট হাউস। এটির প্রধান কর্মকর্তা মাইক মালভানে ফক্স টিভিকে বলেন, ‘ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নন। এ কথা আমাদেরকে আর কতবার বলতে হবে।’