বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে আবাসিব এলাকায় পাথরের খুঁটি তৈরীর কারখানা স্থাপন করে শব্দ দূষন করায় কারখানাটি বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগিরা। গতকাল বুধবার লিখিত অভিযোগ দাখিল করেন উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট আবাসিক এলাকার ৩০জন ভুক্তভোগী। লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার পেরীরহাটের উত্তর পার্শে¦ লিটন নামের জনৈক এক ব্যক্তি খুঁটি তৈরীর কারখানা স্থাপন করে। তার ওই খুঁটি তৈরীর কারখানার মেশিনের বিকট শব্দে এলাকার জনসাধারণ, কোমলমতি ছোট শিশুরা দিন ও রাতের বেলায় অস্থির হয়ে ওঠে। কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করতে বাধাগ্রস্থ হচ্ছে। এই শব্দ দূষনের কারণে স্থানীয় বাসিন্দারা মানসিকভাবে বিপদগ্রস্থ হয়ে পড়েছে। এই সমস্যা আরো বাড়িয়ে দিতে লিটন ওই খুঁটি তৈরীর কারখানার উত্তর পাশ্বে মামুনুর রশিদের চাতাল ভাড়া করে আরও ১টি খুঁটি তৈরীর কারখানা স্থাপন করতে যাচ্ছে। এতে স্থানীয়রা বাধা দিলে তিনি কোন কর্নপাত করছেন না। উপায় না পেয়ে স্থানীয় বাসিন্দারা গণস্বাক্ষর করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনুরোধ জানিয়েছেন।