সোস্যাল মিডিয়ায় আলোাচিত হিরো আলম তার স্ত্রীকে পিটিয়ে আহত করার ঘটনায় বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় পুলিশ বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গত ৫ই ফেব্রুয়ারি রাতে হিরো আলম তার স্ত্রীকে শারীরিক ভাবে নির্যাতন করেন।
ওই রাতেই স্ত্রী সাবিহা আক্তার সুমিকে (৩০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে বুধবার রাতে হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম বাদী হয়ে হিরো আলমের নামে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় হিরো আলমকে একমাত্র আসামি করা হয়েছে।
পুলিশ ওই রাতেই হিরো আলমকে এবং তার স্ত্রীর পরিবারের লোকদের ডেকে মীমাংসার চেষ্টা করেন। দু’পক্ষের মধ্যে মীমাংসা না হওয়ায় পুলিশ হিরো আলমকে গ্রেপ্তার দেখায়।