কর ফাঁকি ও ব্যাংক জালিয়াতির মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী ম্যানেজার পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেইসঙ্গে ম্যানাফোর্টকে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ার আদালত শুনানি শেষে এ রায় দেয়। খবর বিবিসি ও রয়টার্সের।
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষদের একজন ছিলেন ম্যানাফোর্ট। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে দূরত্ব দেখা দেয়।ম্যানাফোর্ট পেশায় একজন ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে তিনি রিপাবলিকান দলের রাজনীতির সঙ্গে জড়িত। মার্কিন নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে বিশেষ কাউন্সেল রবার্ট মুলার ম্যানাফোর্টের বিরুদ্ধে মুদ্রা পাচারের মত আর্থিক অপরাধের অভিযোগের পাশাপাশি প্রমাণ নষ্ট করার অভিযোগ এনেছেন।
ইউক্রেনে রাশিয়াপন্থীদের কাছ থেকে মিলিয়ন ডলার অর্থ নিয়েছেন বলে ২০১৬ সালের আগস্টে ইউইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে জানানো হয়। সেসময় পদত্যাগ করতে বাধ্য হন ম্যানাফোর্ট।
এছাড়া গত বছর কর ফাঁকি, ব্যাংক জালিয়াতি, বিদেশি ব্যাংক হিসাবের তথ্য দিতে ব্যর্থ হওয়াসহ আটটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্পের সাবেক এ সহযোগী।ম্যানাফোর্ট গত নয়মাস ধরে পুলিশের হেফাজতে ছিলেন।বৃহস্পতিবার আদালতের সামনে ৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট বলেন, গত দুই বছর আমার জীবনে সবচেয়ে কঠিন সময় ছিল। আমি অপমানিত ও লজ্জিত।এছাড়া পেশাগত ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত বলে জানান তিনি।
তবে গতকাল আদালতে ৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট শাস্তি না প্রদানের অনুরোধ করলেও তাঁর কর্মের জন্য কোনো অনুতাপ প্রকাশ করেননি।ম্যানাফোর্ট তার কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ না করায় অবাক হয়েছেন বলে জানান বিচারক টিএস এলিস।