মহেশপুর(ঝিনাইদহ) সংবাদাতাঃ শুক্রবার সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মহেশপুর রিপোর্টাস ক্লাবের দ্বি বাষিক নির্বাচনে আব্দুস সামাদ সভাপতি ও বিএম ওয়াদুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।অন্যান্য পদে সহ সভাপতি আব্দুর রহিম,সহ ষাধারন সম্পাদক আব্দুল কাদের,দপ্তর ও প্রকাশনা হাসেম আলী পাঠান,কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম,নির্বাহী সদস্য পদে নিছারউদ্দিনও আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন ।নির্বাচন পরিচালনা করেন এটিএম খায়
রুল আনাম ও মোঃজহুরুল ইসলাম।