শহিদুল ইসলাম মহেশপুর থেকে ঃ
ঝিনাইদহের মহেশপুর ব্র্যাক অফিসের সামনের রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি ৯৭ হাজার টাকা মালিক কে ফেরত দিয়েছেন পুলিশ কনষ্টোবল মুসা মিয়া।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, ১৭ ফেব্রুয়ারী রোববার সকাল ১১ টার সময় মহেশপুর থানা পুলিশ কনস্টেবল মুসা মিয়া একটি ব্যাগ কুড়িয়ে পান। তিনি ব্যাগটি খুলে দেখতে পান তার মধ্যে টাকা,ব্যাংক চেক ও জমির দলিল রয়েছে। পরে তিনি ব্যাগসহ টাকা থানায় জমা দেন। তিনি আরো জানান ঠিকানা মোতাবেগ দুপুর ১২টার দিকে টাকার মালিক মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লা গ্রামের টিন ব্যবসায়ী আশরাফুল হককে খবর দিলে,তিনি তার হারিয়ে যাওয়া টাকার পরিমাণ ব্যাংক চেক নাম্বার ও জমির দলিল এর বর্ণনা দিয়ে নিজের টাকা ফিরে পান। টিন ব্যবসায়ী আশরাফুল হক আরো জানান আমি জমি ক্রয়ের জন্য ৯৭ হাজার টাকা নিয়ে খালিশপুর ব্যাংকে আরও টাকা তুলতে যাওয়ার পথে আমার টাকাসহ ব্যাগটি রাস্তায় পড়ে যায়।