মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মহেশপুরে কবি ও সাহিত্যিকদের নিয়ে গঠিত সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার সম্মেলন কক্ষে বার্ষিক সাহিত্য সম্মেলন, গুণীজন সম্মাননা ও পদক প্রদান করা হয় ।
উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ও পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন, মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মোজ্াফ্ফর হোসেন, কবি ও সাহিত্যিক দীপক কুমার সাহা, হাফিজুর রহমান মিঠু প্রমুখ।
পরে প্রধান অতিথি ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের উপন্যাসিক, কবি ও সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন, কোটচাঁদপুরের কবি ও সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার ও মহেশপুরের কবি ও সাহিত্যিক শেখ আলাউদ্দীনকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করেন।