মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল দুস্থদের মধ্যে কম্বল বিতরন করেছেন।
শুক্রবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জুদ্দীন হামীদের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরণ করা হয় । এ সময় পৌর মেয়র আব্দুর রশিদ খান, জেলা কৃষকলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, এসবিকে ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, পান্তাপাড়া ইউনিয়নের সভাপতি আব্দুল হক মাস্টার, স্বরুপপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়নের সভাপতি তিমির চৌধুরী, নেপা ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুল হক মৃধা, কাজিরবেড় ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, যাদবপুর ইউনিয়নের সভাপতি মহিদুল ইসলাম মাস্টার, নাটিমা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়নের সভাপতি হারুণ অর রশিদ, আজমপুর ইউনিয়নের সভাপতি শাহাজাহান আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা পরিষদ সদস্য এম,এ আসাদ, শেখ হাশেম আলী, খবির উদ্দীন, আশরাফুন্নাহার শিউলী, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক, পৌর কাউন্সিলর আবুল হাশেম পাঠান, কাজী আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল কুদ্দুস, সাবেক পৌর যুবলীগ নেতা আক্তারুজ্জামান টিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর কবিরসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।