এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ:
বাগেরহাটের মোরেলগঞ্জের আমতলী তাহফিজুল মাদ্রসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ ইমাম হোসাইনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রায় ১ ঘন্টা বিক্ষোভ মানববন্ধন করেছে স্থানীয়রা ।
বৃহস্পতিবার সকাল ১১টায় আমতলী বাজারে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন ছাত্র অভিভাবক, বাজার ব্যাবসায়ীরা। এ সময় তারা ওই প্রধান শিক্ষক হাফেজ ইমাম প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে অনিয়ম দুর্নীতি ও ছাত্রদের সাথে অশ্লীন ব্যাবহার করে আসছে। এঘটার প্রতিবাদ করলে অনেক শিক্ষার্থীদেরকে মাদ্রাসা থেকে মারপিট করে বের করে দেয়।
এ ছাড়াও প্রতিষ্ঠানের সম্পদ আত্মৎসাত করে অভিযোগ তুলে বিক্ষোভকারিরা উক্ত প্রধান শিক্ষকের অপসারন দাবি করেন। মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী হাওলাদার, ব্যবসায়ী ফসলাস আরেফিন, মো. বাচ্চু ফরাজী, বেল্লাল হোসাইন বিশ্বাস, রাকিব ফারজী, মাহমুদুল হাসান ও আসাদুজ্জামান হাওলাদার। দীর্ঘ ১ ঘন্টা যাবত মানববন্ধনে অভিভাবকসহ দু’ শতাধিক মানুষ অংশ নেয়। প্রতিবাদ সভা থেকে বিষয়টি অনতিবিলম্বে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
এ সম্পর্কে আমতলী তাহফিজুল কোরআন মাদ্রসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ ইমাম হোসাইন বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্ত্য নয়। তিনি স্থানীয় ষড়ষন্ত্রের শিকার। #