এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে বৃহস্পতিবার ১ কিমি.আরসিসি রাস্তার নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। ইউনিয়নের শহীদ মার্কেট থেকে মাদ্রাসা পাশদিয়ে পুটিখালীঅভিমুখী এ রাস্তারনির্মানকাজের উদ্ধোধনকরেনউপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলমবাচ্চু ।উদ্ধোধনী উপলক্ষ্যে শহীদ মার্কেট চত্বরে এক আলোচনা সভার আয়োজন করাহয়। আলোচনা সভায় প্রধা
ন অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আশিক ইয়ামিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাওলানা আব্দুলকাদের। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শাকিল, ছাত্রলীগ নেতা মো.খলিলুর রহমান , প্রধান শিক্ষক মল্লিক আবুলবাশার, মাষ্টার রফিকুল ইসলাম প্রমুখ। বাগেরহাট-৪ আসনেরসংসদ সদস্য সহযোগীতায় রাজস্ব তহবিলের ৭০ লক্ষ টাকা ব্যায়ে এ রাস্তা নির্মিত হচ্ছে।