মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি ॥ রংপুরের মিঠাপুকুর উপজেলা নিজেরা করি সংস্থা এর অয়োজনে গতকাল শুক্রবার মিঠা পুকুর নিজেরা করি অফিস কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক শাহাদৎ হোসেন খোকা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন, নিজেরা করি বিভাগীয় প্রশিক্ষিকা মালতি বিশ্বাস,উপজেলা ূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সহ-সভা পতিডা. বেলাল হোসেন,ভূমিহীন নেত্রী রাধিকা রাণী, শিক্ষক মোকলেছুর রহমান,পল্লী চিকিৎসক মোহাম্মদ ওয়াকার আলী জনি, উপজেলা নিজেরা করি অঞ্চল ন্ব^য়ক সাইফুন্নাহার (রতœা), এলাকা সমন্বয়ক মমিনুল ইসলাম, উপজেলা ভূমিহীন নেতা মোকছে দুল হক, দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার উপজেলা সংবাদদাতা নুর মোহাম্মদ ইমন, সাংবাদিক বাবুলাল মার্ডি প্রমুখ। মত বিনিময় সভায় উন্মক্ত বক্তব্যে বক্তারা বলেন, নারী নির্যাতন, খাসজমি বন্ধবস্ত,ভূমিহীনদের ধর্মেরনা মেহয়রানি, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি-কালচার, মাদক,মৌলবাদী রাধর্মের নামে মানুষকে ঠকাচ্ছে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।মত বিনিময় সভায় ডাক্টর,শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী, সংবাদকর্মী, ভূমিহীন কৃষক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।