স্টাফ রিপোর্টার,মহেশপুরঃ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি জামায়াতের কাছে এদেশ নিরাপদ নয়, ক্ষমতায় থাকাকালে দেশের টাকা লুট করে তারা বিদেশে পাচার করেছিল। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে। তাই সাধারণ মানুষ আওয়ামী লীগের কাছেই নিরাপদ। আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় রাখতে হলে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের সহযোগীতা করুন।
মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ইদ্রাকপুর জাতীয় আদর্শ মাধ্যমিক স্কুল মাঠে অনুষ্ঠিত আওয়ামীলীগের এক নির্বাচনী সভায় বক্তব্য দান কালে তিনি এ সব কথা বলেন।
নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহের পৌর মেয়র সাইদুর করিম মিন্টু, ঝিনাইদহ-৩ আসনের আওয়ামীলীগ প্রার্র্থী আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. আব্দুল আজিজ, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ,কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুনন্নেছা মিকি, জেলা কৃষকলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ, জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা খানম, জেলা পরিষদ সদস্য আশরাফুন্নাহার শিউলী, শেখ হাশেম আলী, এম,এ আসাদ, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কামেশ মাষ্টার, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন মিয়া, মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সাবেক যুবলীগ সভাপতি ইন্তাদুল ইসলাম ইন্তা প্রমুখ।
মীদ, প্রমূখ।