মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি ঃ একক প্রচেষ্টা যেখানে,সমবায় সেখানে, অপরিহার্য এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলা সমবায় কার্যালয় এর আয়োজনে গতকাল বৃস্পতিবার কৃষি অফিস সভা কক্ষে সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়ন কম্পোনেট একটি বাড়ী একটি খামার (৩য় সংশোধিত) প্রকল্প এর আওতায় ক্যাপাসিটি বিল্ডিং এন্ড স্কিল ডেভেলোপমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রেনিং-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রংপুর বিভাগীয় সমবায় কার্যালয় এর যুগ্ন নিবন্ধক আমীর আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক জিল্লুর রহমান, সহকারী প্রকল্প পরিচালক মল্লিকা রানী দাস, রংপুর জেলা সমবায় কর্মকর্তা তহিদুজ্জামান খন্দকার, মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গিরাই ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি রাম চন্দ্র উড়াও, শ্রীরামপুর ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির জীবন যাত্রার উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর মহিলা সভানেত্রী মনিকা খালকো প্রমুখ। মিঠাপুকুর উপজেলার ১০ টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়ন কম্পোনেট সমবায় সমিতি লিমিটেড এর একটি বাড়ী একটি খামার (৩য় সংশোধিত) প্রকল্প এর আওতায় প্রকল্পভূক্ত সমবায় সমিতি প্রতি ৮ জন করে ব্যবস্থাপনা কমিটির মোট ৮০ জন নারী-পুরুষ ট্রেনিং এ অংশ গ্রহন করেন। ট্রেনিং কর্মশালায় মাসে মাসে মিটিং, সঞ্চয়- ঋণ সম্পর্কে ধারনা, প্রতি সপ্তাহে ৫০ টাকা করে সঞ্চয় দিতে হবে, পাশ বহি ,ক্যাশ খাতা, রেজুলেশন খাতা, লিখার নিয়ম কানুন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠিদেরকে ৩% সুদে ঋণ গ্রহন করে সঠিক কাজে ব্যবহার করাসহ সঠিক সময়ে ঋণ পরিশোধ করে নতুন ঋণ গ্রহনের বিষয় বলা হয়। তারা আরো বলেন, প্রতি সদস্যরা যদি মাসে ২ শত টাকা সঞ্চয় জমা করে তার পরিপেক্ষিতে ক্ষুদ্র-নৃ-তাত্বিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের লক্ষে সরকার আরো ২ শত টাকা যোগ করে দিয়ে থাকে। পরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিষয়ক চাষবাদ, বাড়ীর পাশে^ সহজে শাক-শবজি চাষ বিষয়ে ধারনাসহ ধানের রোগ সম্পর্কে ধারনা, সমন্বিত বালাই দমন পদ্ধতি,বোগিং পদ্ধতি ব্যবহার, পলিব্যাগ এ চারা রোপন পদ্ধতি বিষয়ক ট্রেনিং প্রদান করা হয়।